বিশাল নিয়োগ আসছে প্রাইমারিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে ১৩ হাজার ৫০০টি শিক্ষক পদ শূন্য রয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।
সোমবার (২৭ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে সাক্ষাৎকারে মহাপরিচালক এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, শিক্ষক নিয়োগ বিধিমালার প্রাপ্তির সঙ্গে সাথেই আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। আশা করি খুব অল্প সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
শামসুজ্জামান আরও বলেন, দীর্ঘদিন ধরে ৩২ হাজার সহকারী শিক্ষক চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। এটি তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে প্রধান শিক্ষকদের জন্য ইতিমধ্যে দশম গ্রেডের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পে কমিশনের সঙ্গে আলোচনার পর খুব শিগগিরই পদোন্নতি প্রক্রিয়া বাস্তবায়িত হবে।
মহাপরিচালক জানিয়ে দেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও লিডারশিপ উন্নয়নের জন্য বিভিন্ন ইনক্লুসিভ প্রোগ্রামে কাজ চলছে। এছাড়া প্রধান শিক্ষকদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আগে ক্ষুদ্র মেরামত বা বিল পরিশোধের ক্ষেত্রে প্রধান শিক্ষকরা সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন; এখন এটি বাড়িয়ে তিন লাখ টাকায় উন্নীত করা হয়েছে। নির্মাণ ও মেরামতের বিল প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশের কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় থাকবে না। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য দেশব্যাপী বিভিন্ন নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।








