Logo

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণসহ বিএফএ’র নতুন প্রস্তাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১৪:৫৮
22Shares
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণসহ বিএফএ’র নতুন প্রস্তাব
ফাইল ছবি।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) ৯ম পে স্কেলের সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিএফএ লিখিত প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা করার দাবি জানিয়েছে। পাশাপাশি, সরকারি চাকরিজীবীদের ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

বিজ্ঞাপন

লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শিক্ষা ভাতার ক্ষেত্রে প্রস্তাব অনুযায়ী, একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা ৩ হাজার টাকা, এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের দাবি করা হয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাবও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিএফএ আরও দাবি করেছে, সরকারি দায়িত্ব পালনকালীন সময়ে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার কথাও উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে-কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যায়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়য়েছে বিএফএ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD