দিল্লিতে রংয়ের কারখানায় আগুনে নিহত ১১

আহত ৪ জনকে রাজা আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ভারতের দিল্লির নারেলায় একটি রঙের কারখানায় আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৪জন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে দিল্লির নারেলার আলিপুরের দয়ালপুর মেইন মার্কেটে অবস্থিত একটি রঙের কারখানায়। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৪ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দমকল সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকায় আগুন লেগে যায়। বিকাল সাড়ে ৫টায় দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় ৪ ঘন্টায় চেষ্টায় রাত প্রায় ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিস্ফোরণে ৪ শিশু নিহত
বিজ্ঞাপন
দমকল আরও জানিয়েছে, ২টি রঙের এবং রাসায়নিক গোডাউনে আগুন লেগেছিল, এই অগ্নিকান্ডে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন।
নিহতদের বাবু জগজীবন রাম হাসপাতালে এবং আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি