৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪


৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল
ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল । 


রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে,আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল।। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে। তবে সিটি করপোরেশন নির্বাচন ও পবিত্র মাহে রমজানের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।


আরও পড়ুন: পাকিস্তানে সিইসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি


এ বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে ১৮ ফেব্রুয়ারি কমিশন সভা হবে। সভায় হয়তো তারিখ ঠিক হতে পারে। যতদূর জেনেছি ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।


আরও পড়ুন: আর্থিক অনটন: ৩ সন্তানকে পুড়িয়ে মারল পাষণ্ড বাবা


গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়; চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।


ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


জেবি/এসবি