সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের মুক্তিতে বাধা নেই
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: জি কে শামীমের জামিন
তার আইনজীবী আনিসুর রহমান জানান, আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই।
আরও পড়ুন: দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
উল্লেখ্য,গেল ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেবি/এসবি