Logo

৪ মামলায় বিএনপি নেতা বুলুর জামিন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪৬
63Shares
৪ মামলায় বিএনপি নেতা বুলুর জামিন
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তার জামিন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ নাশকতার চার মামলায় ছয় সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তার জামিন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ চলাকালীন প্রধান বিচারপতির বাসায় হামলার অভিযোগ ওঠে। এ মামলায় বরকত উল্লাহ বুলু এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আদালতে বুলুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তারেক ভুঁইয়া ও  মো. মনির উদ্দিন। এসময় আদালতে উপন্থিত ছিলেন নোয়াখালির বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ চন্দ্র দাশ, প্রচার সম্পাদক নুরুল আমিন মিলন।

বিজ্ঞাপন

পরে আদালত থেকে বেরিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, “আগামী ৬ সপ্তাহের আগাম জামিন নিলাম। এ মামলাগুলো মিথ্যা। গত দুই মাস চেষ্টা করার পর আজকে জামিন পেলাম। বাংলাদেশে এই মিথ্যা মামলা চলছে। গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় আমাদের এক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সমাবেশের পর প্রায় ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সিনিয়র সব নেতারাই কারাগারে। গ্রেফতারের আশঙ্কায় আমরা দলীয় কর্মসূচি পালন করছি কম কম। আল্লাহর কাছে শুকরিয়া মিথ্যা মামলায় জামিন পেলাম। গত ৭ জানুয়ারির নির্বাচন একটি ভূঁয়া নির্বাচন। দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নির্বাচন করা হয়েছে।”

বিজ্ঞাপন

এর আগে গেল বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এসব মামলায় ইতোমধ্যে বিএনপিপন্থী কয়েকজন শীর্ষ আইনজীবীসহ বেশ কয়েকজন নেতা জামিন পেয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD