দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
জেবি/এসবি








