ঢাকা ও নারায়ণগঞ্জে ডায়মন্ড ওয়ার্ল্ডের ‘র্যাফেল ড্র’ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আগামী ১৬ থেকে ১৯ মার্চ ৪দিন ব্যাপি অনুষ্ঠিত হবে ডায়মন্ড ওয়ার্ল্ড এর জুয়েলারী ফেয়ার। মলূত দেশের সর্ববৃহৎ চেইন স্টোর ডায়মন্ড ওয়ার্ল্ড এর ঢাকার বেইলী রোড়স্থ শোরুমের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও নারায়ণগঞ্জের চাষাড়াস্থ শোরুমের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যেই এই জুয়েলারী ফেয়ারের আয়োজন।
মেলা উপলক্ষ্যে ISO সার্টিফাইড গহনা বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি দিচ্ছে সকল ডায়মন্ড জুয়েলারী এর উপর ২৫% ডিসকাউন্ট, গোল্ড জুয়েলারীর মজুরীর উপর ৫০% ডিসকাউন্ট এবং প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আর এই অফারটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ও বেইলি রোড় শোরুমের জন্য প্রযোজ্য। আর বাড়তি আকর্ষণ হিসেবে মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে র্যাফেল ড্র ।
এছাড়াও অনলাইনে সমগ্র দেশের গ্রাহকরা পাবেন ফ্লাট ১০% ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি ও ইএমআই সুবিধা। অনলাইনে কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে www.diamondworldltd.com লিংকে।
জি আই/