ভেড়ামারায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক কামালের স্বপ্ন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪


ভেড়ামারায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক কামালের স্বপ্ন
ছবি: জনবাণী

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পানের বরজে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসী। তৎক্ষণাৎ এলাকাবাসী একত্রিত হয়ে  আগুন নিভাতে চেষ্টা করে। আগুন বিস্তর ছড়িয়ে পড়লে সেখানকার লোকজন ৯৯৯-এ ফোন দেয়। ফায়ার সার্ভিস টিম ও এলাকাবাসির চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন: ভেড়ামারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তাপক অর্পণ


শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে প্রায় এক বিঘা জায়গার পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। কৃষক কামাল হোসেনের ক্ষতি হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা। সে জানায়, অভাবের সংসারের আয়ের একমাত্র উৎস এই পানবরজটি পুড়ে আমার স্বপ্ন শেষ হয়ে গেলো।


এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ এর কল পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি। স্থানীয়দের সহযোগিতা সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


আরএক্স/