Logo

ভেড়ামারায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক কামালের স্বপ্ন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৪২
74Shares
ভেড়ামারায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক কামালের স্বপ্ন
ছবি: সংগৃহীত

একমাত্র উৎস এই পানবরজটি পুড়ে আমার স্বপ্ন শেষ হয়ে গেলো।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পানের বরজে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসী। তৎক্ষণাৎ এলাকাবাসী একত্রিত হয়ে  আগুন নিভাতে চেষ্টা করে। আগুন বিস্তর ছড়িয়ে পড়লে সেখানকার লোকজন ৯৯৯-এ ফোন দেয়। ফায়ার সার্ভিস টিম ও এলাকাবাসির চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে প্রায় এক বিঘা জায়গার পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। কৃষক কামাল হোসেনের ক্ষতি হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা। সে জানায়, অভাবের সংসারের আয়ের একমাত্র উৎস এই পানবরজটি পুড়ে আমার স্বপ্ন শেষ হয়ে গেলো।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ এর কল পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি। স্থানীয়দের সহযোগিতা সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD