Logo

জাবিতে 'ডি' ইউনিট ভর্তি ছাত্রীদের পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ শতাংশ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০৩
103Shares
জাবিতে 'ডি' ইউনিট ভর্তি ছাত্রীদের পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ শতাংশ
ছবি: সংগৃহীত

উপস্থিতির হার ৭৮ দশমিক ৯১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ।

বিজ্ঞাপন

সজীবুর রহমান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ডি ’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৭৯ শতাংশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয়ে চার শিফটে বেলা দুইটা পঞ্চাশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, রেজিস্ট্রার মো. আবু হাসান প্রমুখ।

জীববিজ্ঞান  অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম বলেন, 'ডি' ইউনিট জীববিজ্ঞান অনুষদ ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। আবেদন জমা পড়েছিল প্রায় ৩০ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর। শতকরা উপস্থিতির হার ৭৮ দশমিক ৯১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ বছর জাবির পাঁচটি ইউনিটে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে জাবির ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ১০৮ জন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD