বিআরটিএ'র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিআরটিএ'র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাত ক্যাটাগরির ২২ পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বয়সসীমা
১ মার্চ ২০২২ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। আবেদন যেভাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা ও ৬-৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা brta.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬-৭ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ মার্চ থেকে ২৮ এপ্রিল ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।