প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হলেন ডা. রেয়াজুল হক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হলেন ডা. রেয়াজুল হক
ডা. মো. রেয়াজুল হক | ছবি: সংগৃহীত

চলতি দায়িত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ডা. মো. রেয়াজুল হক। 


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। 


আরও পড়ুন: ১০ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) থাকা ডা. এমদাদুল হক তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। 


আরও পড়ুন: ওষুধের দাম কমানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী


এর আগে তিনি ডিপিসির মাধ্যমে এবং সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  পদের দায়িত্ব পালন করেন।


ডা. মো. রেয়াজুল হক ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন।


জেবি/এসবি