বাগেরহাটে হাত-পা ও মুখ বেঁধে শিশু হত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪


বাগেরহাটে হাত-পা ও মুখ বেঁধে শিশু হত্যা
ফাইল ছবি।

বাগেরহাটের চিতালমারীতে হাত-পা ও মুখ বেঁধে শিহাব শেখ নামে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। 


বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের একটি ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হামীম শেখ নামের ১৭ বছর বয়েসের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোরের ঘর থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। 


এ ঘটনায় শিহাবের মা সুমি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে। আটক হামীম শেখ হিজলা গ্রামের রমজান শেখের ছেলে। শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: বাগেরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


তিনি জানান, চিতলমারী উপজেলার হিজলা গ্রামে শিশু শিহাবের বাবা, নানা ও ঘাতক কিশোর হামীম বসবাস করে। গতকাল বিকালে শিশু শিহাব তার নানা মানু শিকদারের বাড়ীর পাশে খেলা করছিলো। এসময় শিহাব হামীমদের বাড়ীর ওঠানে গেলে সে শিহাবের পরনের প্যান্ট খুলে এবং কাপড় দিয়ে হাত–পা ও মুখ বেঁধে ফেলে। মুখ বাঁধার ফলে শিশুটির শ্বাসরোধে মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরের নানাবাড়ি থেকে তাকে আটক করে। 


আটক কিশোরের ঘর থেকে শিশুটির পরনের প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কেন সে হত্যা করল তা জানার জন্য আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 


আরও পড়ুন: সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু


প্রাথমিক ভাবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে শিশুটিকে অভিযুক্ত কিশোর যৌন নির্যাতন করতে চেয়েছিল বলে মনে হচ্ছে। এছাড়া ঘটনার অন্য কোন কারন আছে কি না জানতে পুলিশের তদন্ত অভ্যাহত রয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।


আরএক্স/