মানুষের জীবনের যেন দামই নেই: জিএম কাদের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪


মানুষের জীবনের যেন দামই নেই: জিএম কাদের
জিএম কাদের - ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে আগুন লাগার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের।


শুক্রবার (১ মার্চ) শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এক শোকবার্তায় জিএম কাদের বলেন, “ভয়াবহ দুর্ঘটনা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন ভয়াবহ দুঃসংবাদ মেনে নেয়া যায় না। মানুষের জীবনের যেন দামই নেই। এই ঘটনায় তদন্তে কারো দায় প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।  আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।”


আরও পড়ুন: আগুনে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেবে সরকার


বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুন লেগে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু।


আরও পড়ুন: বেইলি রোডের আগুনে প্রাণ হারালেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী


এদিকে, আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


জেবি/এসবি