ভারতের সড়ক দুর্ঘটনায় নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


ভারতের সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি: জনবাণী

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খালে পড়ে গেল যাত্রীসহ গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন, এছাড়াও ২ জন গুরুতর আহত হয়েছেন এবং ১ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। 


সোমবার (৪ মার্চ) ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরপুর থানা এলাকায়। নিখোঁজ ৩ জনের খোঁজে সোমবার (৪ মার্চ) সকালেও তল্লাশি চালানো হয় ওই ক‍্যানালে। 


আরও পড়ুন: ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮


পুলিশ জানিয়েছে, একটি ইকো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অঞ্জলি, কান্তা ও মণীশের। গাড়ির আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলিগড় যাচ্ছিলেন, বৃষ্টির সময় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। 


উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।


আরএক্স/