বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হলেন ডা. দীন মোহাম্মদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হলেন ডা. দীন মোহাম্মদ
ডা. দীন মোহাম্মদ নুরুল হক - ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক। তিনি স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক।


সোমবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীন মোহাম্মদ নিজেই ।


তিনি বলেন, “কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি। এটা প্রধানমন্ত্রী বিরাট আশা নিয়ে আমাকে দিচ্ছেন।”


আরও পড়ুন: আপেল-আঙ্গুর নয়, বরই দিয়ে ইফতার করতে বললেন শিল্পমন্ত্রী


তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউট করার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই চেষ্টাটাই করব।”


আরও পড়ুন: রমজানের আগেই ৫০ লাখ পরিবার চাল পাবে ১৫ টাকা কেজি দরে: খাদ্যমন্ত্রী


ডা. দীন মোহাম্মদ বলেন, “উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে আমব চাইব... যাতে করে প্রতিষ্ঠানটি মানব সেবায় বাংলাদেশে শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশের এ রকম একটা প্রতিষ্ঠান আছে।”


জেবি/এসবি