বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত
ফাইল ছবি

রোজার আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। পেঁয়াজের এই চালান  দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে বাংলাদেশে রফতানি করা হবে। 


সোমবার (৪ ফেব্রুয়ারি) ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দফতরের (ডিজিএফটি) (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রফতানি করবে নয়াদিল্লি।”


আরও পড়ুন: অর্থ প্রতিমন্ত্রীকে রূপালী ব্যাংকের অভিনন্দন


সংস্থাটি আরও বলেছে, “ভোক্তা বিষয়কবিভাগের সঙ্গে পরামর্শ করে পেঁয়াজ রপ্তানির রূপরেখা তৈরি করবে এনসিইএল।”


আরও পড়ুন: ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে রেকর্ড, ৮ মাসে সর্বোচ্চ


এনডিটিভির খবরে বলা হয়, পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা বহাল থাকলেও দেশটির সরকার বন্ধুত্বপূর্ণ কিছু দেশে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। দেশগুলোর অনুরোধের ভিত্তিতে ভারতের সরকার নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রফতানির এই অনুমতি দিয়েছে।


জেবি/এসবি