Logo

ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে রেকর্ড, ৮ মাসে সর্বোচ্চ

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ২১:২৬
76Shares
ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে রেকর্ড, ৮ মাসে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসে দেশে গড়ে প্রতিদিন এসেছে সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে। এক মাসে শেষে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এল ২১৬ কোটি কোটি ৬০ লাখ  মার্কিন ডলার। প্রতি ডলার ১০৯ দশমিক ৫০ পয়সা হিসেবে যা বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৭১৭ কোটি  ৭০ লাখ টাকা।

এবারের প্রবাসী আয় চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জুন মা‌সে এসে‌ছিল ২২০ কো‌টি ডলার। এছাড়া মার্চ আর জুন ছাড়া কোনো মাসেই ২০০ কোটি ডলার আসেনি।  

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে গড়ে প্রতিদিন এসেছে সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার।

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও ঊর্ধ্বমুখী ছিল।

বিজ্ঞাপন

গত ২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আসে দেশে। এতে সরকার প্রণোদনা বাড়ায়। পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে রেমিট্যান্স না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে। এ সময় হুন্ডিকে নিরুৎসাহিত করতে নানামুখী উদ্যোগ নেওয়া কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, “রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা যাচ্ছে।” যে সব কারণে প্রবাসী আয় বাড়ছে।

বিজ্ঞাপন

গত ২০২৩ সাল ও তার আগের বছরে যে হারে মানুষ কাজ নিয়ে বিদেশে গেছেন, হুন্ডির মাধ্যমে টাকা আসা ও অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদরা বলছেন, “নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোয় এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD