নড়াইলে জাতীয় পাট দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নড়াইলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
এ উপলক্ষে এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
আরও পড়ুন: মোংলায় উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
এ সময় নড়াইল স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম. আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহম্মদ মাজবুবউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
