রাজধানীর বনানীতে আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪


রাজধানীর বনানীতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনের বর্জ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।


আরও পড়ুন: রাজধানীতে দুইটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা


ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, “বনানীর ৮ নম্বর রোডের নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই একটি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”


আরও পড়ুন: অভিযানের খবর পেয়ে বাথরুমে সিলিন্ডার লুকালো ‘কাচ্চি ভাই’


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এর আগে,গেল ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি