ভোলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪


ভোলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
ছবি: জনবাণী

ভোলায় আজ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে  ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।  


বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয়েছে। 


আরও পড়ুন: ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১


সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


পরে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীননের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকল মসজিদে জোহরের নামাজের পরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধা মত সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যা ৬ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হবে।


অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলি নেওয়াজ পলাশসহ অন্যরা।


আরও পড়ুন: ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার


একই সাথে বৃহস্পতিবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুম ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে।


এছাড়াও জেলার ৭টি, সদর,দৌলতখান,বোরহানউদ্দিন,তজুমদ্দিন, লালমোহন,মনপুরা, চরফ্যাশন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একই ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ 


যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে পালিত হয়েছে বলেও জানাগেছে।


আরএক্স/