এবারের ঈদে পেতে পারেন টানা ৬ দিন ছুটি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪


এবারের ঈদে পেতে পারেন টানা ৬ দিন ছুটি
ফাইল ছবি

এবারের আসন্ন ইদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। ৬ দিন না হলেও, কমপক্ষে ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 


রমজান মাস শুরু হয়েছে মঙ্গলবার ( ১২ মার্চ)। এক মাস রোজা রাখার পরে আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


আরও পড়ুন: ২৩ নাবিককে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি


এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। 


সে হিসেব অনুযায়ী  ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপরে দিন ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে কমপক্ষে ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। 


আরও পড়ুন: ‘মুক্তিপণ না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলা হয়েছে’


তবে, এবার রমজান মাস ২৯ দিন হলে ইদুল  ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন।


গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।


জেবি/এসবি