‘পানগাঁও আইসিটিকে প্রোফিটেবল করতে হবে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪


‘পানগাঁও আইসিটিকে প্রোফিটেবল করতে হবে’
ছবি: জনবাণী

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) প্রোফিটেবল করতে হবে। এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। এটিকে সাকসেসফুল করতে হবে এবং সকলে মিলে সেটি করতে পারব।


শনিবার (১৬ মার্চ) ঢাকা জেলার কেরানীগঞ্জস্থ পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: প্রকাশ্যে এলো জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি


এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন।


জেবি/এসবি