শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের মিছিল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪


শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের মিছিল
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল, মাস্টারপ্ল্যান প্রণয়নসহ তিন দফা দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বরের সামনে থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে সমাজ বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


আরও পড়ুন: জাবিতে ৪র্থ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা


আন্দোলনরত শিক্ষার্থীদের তিনদফা দাবিগুলো হলো- শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করা, মাস্টারপ্ল্যান প্রণয়ন কর, অটোমেশন চালু করা, অপ্রয়োজনীয় ২৭০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠাও।


মিছিল পরবর্তী সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামীম স্রোতের সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন,  শিক্ষার্থী কল্যাণ ফি অবৈধ। এই বিশ্ববিদ্যালয় আসা মেহনতি কর্মজীবী কৃষিজীবীদের সন্তানরা যেন পড়তে না পারে তারই একটা পায়তারা করতেছে প্রশাসন। এছাড়া ২৭০ কোটি টাকা ব্যয় করে এইযে  বিল্ডিংগুলো করতেছে এগুলো অপ্রয়োজনীয়। জাতির এই ক্রান্তিলগ্নে  রাষ্ট্রীয় কোষাগারে অর্থনৈতিক সংকটের সময়ে এই টাকাগুলো যেন ফেরত নেওয়া হয়।


আরও পড়ুন: ক্যাম্পাসে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলো ‘জাবির বিরিয়ানিওয়ালা’ সাকিব


সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসফার সাদী এবং সমাপনী বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহিমেদ জেনিচ। 


জেবি/এসবি