পঞ্চগড় সড়ক বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পঞ্চগড়।
রবিবার (১৭ মার্চ) এ উপলক্ষে সড়ক ভবন পঞ্চগড় এর অফিসে দোয়া ও কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সরব হচ্ছে পঞ্চগড়ের চা কারখানা
এদিন বিকেল থেকে মাগরিব পর্যন্ত কোরআন তেলওয়াত দোয়া দরুদ পাঠ করা হয়। এসময় অসহায় ও দুস্থ শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ের এসপি এস এম সিরাজুল হুদা পিপিএম পদক পেতে মনোনীত
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপসহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম সহ অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি