রমজানে জাল টাকা প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৯শে মার্চ ২০২৪


রমজানে জাল টাকা প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে নোট জাল রোধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় রাজধানীর ৫৮টি স্থানসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও প্রদর্শনে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন উৎসবের সময় দেশে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে রমজান মাসে জাল টাকা বিস্তারের এ অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো।”


আরও পড়ুন: ১৫ দি‌নে রেমিট্যান্স এলো ১১ হাজার কো‌টি টাকা


নির্দেশনা অনুসারে, “রমজান মাসে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, হাটবাজার, শপিংমল, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে প্রচার করতে হবে। আর দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিও চিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।”


আরও পড়ুন: রমজানে যেখানে পাওয়া যাবে ৫৯৫ টাকায় গরুর মাংস


এছাড়া সব ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও প্রদানকালে এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের পূর্বে আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের স্বপক্ষে একটি সচিত্র প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে হবে।


রাজধানীতে অবস্থিত ব্যাংকগুলোর কোনটি কোন স্থানে ভিডিও চিত্র প্রদর্শন করবে তার তালিকা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রতিদিন এই ভিডিওচিত্র প্রদর্শন করবে।


জেবি/এসবি