টাইমড আউট উদযাপন করে মুশফিকের উচিত জবাব


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪


টাইমড আউট উদযাপন করে মুশফিকের উচিত জবাব
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ১১টি জয় থাকলেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল মোটে একবার, ২০২১ সালে৷ এ নিয়ে ২য় বার শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।


সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে দ্বিতীয়বার সেই স্বাদ আস্বাদন করলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। তবে সব ছেড়ে ফের আলোচনায় টাইম আউট।


আরও পড়ুন: মুশফিকের যে কথায় ঝড় তুলেছেন রিশাদ


লঙ্কা-বাংলা লড়াই বরাবরই উত্তেজনা ছড়ায়। সাধারণ একটা ম্যাচও অসাধারণ হয়ে উঠে, ছড়ায় আগুনে উত্তাপ। সেই আগুনে ঘি ঢেলেছে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফর। একের পর এক ঘটনায় বেড়েছে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ। তবে কাঁটছে না বিশ্বকাপের সেই টাইম আউট বিতর্কের রেশ।


ভারত বিশ্বকাপে মুখোমুখি ম্যাচে ঠিক সময়ে মাঠে না আসার পরিপ্রেক্ষিতে ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষোভ পুষে রাখে লঙ্কানরা। যা দেখা গেছে কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের শিরোপা উদযাপনে।


সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৮ রানে হারায় শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ। তবে জয়ের পর শিরোপা হাতে উদযাপনের সময় বাংলাদেশকে খোঁচা দিতে ভুল করেনি লঙ্কানরা। উদ্‌যাপনের সময় একসাথে সবাই হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করেন তারা।


তবে জবাব দেয়ার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। যা পেয়ে গেল ওয়ানডে সিরিজে। শেষ ওয়ানডেতে আজ সোমবার লঙ্কানদের হারিয়ে সিরিজ জয়ের পর সেই টাইম আউট কাণ্ড ফের প্রকাশ্যে আনেন মুশফিকুর রহিম। উদযাপনের সময় এঞ্জেলা ম্যাথুসকে অনুকরণ করেন তিনি।


আরও পড়ুন: রিশাদ ঝলকে বাংলাদেশের সিরিজ জয় 


ভাঙা হেলমেট হাতে সেদিন টাইম আউট হবার যেমন ভাব করেছিলেন ম্যাথিউজ, সেটাই নকল করেন মুশফিক। শেষ দিকে সাকিব আল হাসান সেজে যাতে সায় দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


মুশফিক-শান্তের এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। যা নিয়ে বেশ হাস্যরস হচ্ছে সমর্থকদের মাঝে।


জেবি/এজে