Logo

টাইমড আউট উদযাপন করে মুশফিকের উচিত জবাব

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৪, ২১:৩৩
134Shares
টাইমড আউট উদযাপন করে মুশফিকের উচিত জবাব
ছবি: সংগৃহীত

এ নিয়ে ২য় বার শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ১১টি জয় থাকলেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল মোটে একবার, ২০২১ সালে৷ এ নিয়ে ২য় বার শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে দ্বিতীয়বার সেই স্বাদ আস্বাদন করলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। তবে সব ছেড়ে ফের আলোচনায় টাইম আউট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লঙ্কা-বাংলা লড়াই বরাবরই উত্তেজনা ছড়ায়। সাধারণ একটা ম্যাচও অসাধারণ হয়ে উঠে, ছড়ায় আগুনে উত্তাপ। সেই আগুনে ঘি ঢেলেছে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফর। একের পর এক ঘটনায় বেড়েছে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ। তবে কাঁটছে না বিশ্বকাপের সেই টাইম আউট বিতর্কের রেশ।

ভারত বিশ্বকাপে মুখোমুখি ম্যাচে ঠিক সময়ে মাঠে না আসার পরিপ্রেক্ষিতে ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষোভ পুষে রাখে লঙ্কানরা। যা দেখা গেছে কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের শিরোপা উদযাপনে।

বিজ্ঞাপন

সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৮ রানে হারায় শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ। তবে জয়ের পর শিরোপা হাতে উদযাপনের সময় বাংলাদেশকে খোঁচা দিতে ভুল করেনি লঙ্কানরা। উদ্‌যাপনের সময় একসাথে সবাই হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করেন তারা।

বিজ্ঞাপন

তবে জবাব দেয়ার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। যা পেয়ে গেল ওয়ানডে সিরিজে। শেষ ওয়ানডেতে আজ সোমবার লঙ্কানদের হারিয়ে সিরিজ জয়ের পর সেই টাইম আউট কাণ্ড ফের প্রকাশ্যে আনেন মুশফিকুর রহিম। উদযাপনের সময় এঞ্জেলা ম্যাথুসকে অনুকরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ভাঙা হেলমেট হাতে সেদিন টাইম আউট হবার যেমন ভাব করেছিলেন ম্যাথিউজ, সেটাই নকল করেন মুশফিক। শেষ দিকে সাকিব আল হাসান সেজে যাতে সায় দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

মুশফিক-শান্তের এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। যা নিয়ে বেশ হাস্যরস হচ্ছে সমর্থকদের মাঝে।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD