রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪
রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝড়ো দমকা হাওয়া। কোথাও কোথাও পড়েছে শিলা। এতে গরমের মধ্যে রোজাদাররা স্বস্তি পেলেও ভোগান্তিতে পড়েছে পথচারীরা। একই সাথে রাজধানীর হকার তাদের মালামাল নিয়ে নিয়ে বিপাকে পড়েন।
এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটার দিকে রাজধানীর আকাশ মেঘ জমে। পৌনে ৩টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।
পথচারী শুভ মিয়া বলেন, “হঠাৎ এমন বৃষ্টিতে আটকে গেছি। বৃষ্টিতে একটি মার্কেটের সামনে দাড়ালেও যে ঝড়ো হাওয়া বইছে তাতেই সম্পূর্ণ ভিজে গেছি।”
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র্যাম্প খুলছে কাল
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী একদিন (২৪ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
দেশের রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
জেবি/এসবি