দেশের বাজারে কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪
দেশের বাজারে সোনার দাম কমেছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে সোনার দাম হয়েছে ১ লাখ ১১ হাজার ১৯৬ টাকা।যা আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রমজানে জাল টাকা প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৬ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ৯১ হাজার ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮৪২ টাকা।
জেবি/এসবি