Logo

প্রেমের টানে ইরানের তরুণী ভারতে

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ০২:২১
103Shares
প্রেমের টানে ইরানের তরুণী ভারতে
ছবি: সংগৃহীত

, তারা একে অপরকে বিয়ে করতে চান। ২ পরিবারের তরফেই এই বিষয়ে কোনও আপত্তি জানানো হয়নি।

বিজ্ঞাপন

প্রেমের টানে ইরান থেকে ভারতে ছুটে এলেন এক তরুণী। তার নাম ফয়জা। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের ছেলে দিবাকর কুমারের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ফয়জার। অনলাইনেই শুরু হয় তাদের প্রেমপর্ব। সম্প্রতি নেটমাধ‍্যমে ভাইরাল হয়েছে দিবাকর আর ফয়জার বাগদানের একটি ভিডিও। 

ভিডিওতে দেখা যাচ্ছে, পিছনে ভারতের পতাকা। ফয়জার পরনে লাল লেহঙ্গা, দিবাকরের পরনে শার্ট, ট্রাউজার আর জওহর কোট। দিবাকরের পরিবারের এক মহিলা সদস্য ফয়জার মাথায় জড়িয়ে দিলেন লাল ওড়না, আংটি দিয়ে সেরে নিচ্ছেন আশীর্বাদ পর্ব। খোশ মেজাজেই ক‍্যামেরা বন্দি হয়েছেন দিবাকর- ফয়জা। 

বিজ্ঞাপন

ফেসবুকে আলাপের পর ফয়জার সঙ্গে দেখা করার জন‍্য ইরানে যান দিবাকর।সেখানে ফয়জার সঙ্গে সাক্ষাতের পর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

২ জনেই নিজেদের পরিবারকে জানান, তারা একে অপরকে বিয়ে করতে চান। ২ পরিবারের তরফেই এই বিষয়ে কোনও আপত্তি জানানো হয়নি। ইতিমধ্যেই বাগদান সেরেছেন, শীঘ্রই বিয়ে করবেন ফয়জা- দিবাকর।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD