Logo

কলকাতায় বহুতল ভবন ভেঙে নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ২২:৩৮
62Shares
কলকাতায় বহুতল ভবন ভেঙে নিহত ২
ছবি: সংগৃহীত

রাজ‍্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজের তদারকি করেছেন।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের কলকাতায় গার্ডেনরিচে নির্মাণাধীন বহুতল ভবন ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ‍্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়া ভবনের নিচে অনেক মানুষ আটকা রয়েছে। এ ঘটনায় আরও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। 

সোমবার (১৮ মার্চ) সকালে এনডিআরএফ এর একটি দল উদ্ধার কাজ শুরু করে। এর আগে রাতভর চলেছে উদ্ধার কাজ। রাজ‍্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজের তদারকি করেছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। 

এদিকে, বহুতলটি বেআইনিভাবে তৈরি হচ্ছিল বলে অভিযোগ ওঠায় কড়া ব‍্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। প্রোমোটারকে ইতোমধ্যেই গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, কলকাতা পুরসভার ১৩৪নং ওয়ার্ডের জে ৫১৩/৫ ফতেপুর ব‍্যানার্জি বাগান লেন। এখানেই একটি নির্মাণাধীন বহুতল রবিবার (১৭ মার্চ) মাঝরাতে আচমকা ভেঙে পড়ে। বহুতলের আশপাশে বসতিদের যে টালির বাড়ি ছিল তা ভেঙে যায়। ওই বিশাল স্তূপে আটকে পড়েন বসতির বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় দমকল ও পুলিশ। ভেঙে পড়া বহুতলের অংশ ও টালির ছাদের নিচে থেকে একে একে সকলকে উদ্ধার করা হয়। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পরে তাদের মধ‍্যে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত একজনের নাম হাসিনা বিবি। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD