কারওয়ান বাজার র্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।
বুধবার (২০ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র্যাম্প উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। পরে উদ্বোধনের পর র্যাম্প এলাকা ঘুরে দেখেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন: সুন্দরবনে গাছের সংখ্যা জানতে জরিপ শুরু, কতদিন লাগবে?
কাদের বলেন, “এই প্রকল্প এ বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছরের শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র্যাম্প খুলে দেওয়া হবে। সেভাবেই কাজ চলছে।”
আরও পড়ুন: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়। শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না।”
এদিকে, উদ্বোধনের পর কারওয়ান বাজার র্যাম্প ঘুরে দেখেন ওবায়দুল কাদের। এসময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি