ভারতে ২ ভাইকে খুন করে পালাতে গিয়ে এনকাউন্ডারে নিহত অভিযুক্ত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪


ভারতে ২ ভাইকে খুন করে পালাতে গিয়ে এনকাউন্ডারে নিহত অভিযুক্ত
ছবি: প্রতিনিধি

ভারতের উত্তরপ্রদেশের বদায়ুনে ২ ভাইকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। পুলিশের এনকাউন্টারে মারা গেছে অভিযুক্ত।


পুলিশ জানায়, উত্তরপ্রদেশের বদায়ুনের বাবা কলোনির বাসিন্দা ওই ২ নাবালক। সম্পর্কে তাঁরা ২ ভাই। আয়ুষের বয়স (১১) এবং আহানের (৭)।


আরও পড়ুন: সুখী দেশের তালিকায় নেই বাংলাদেশ, শীর্ষে ফিনল্যান্ড


মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ২ নাবালক ভাই নিজেদের বাড়ির ছাদে খেলছিল। এই সময় অভিযুক্ত আসে। পেশায় নাপিত সাজিদ বাড়িতে ঢুকে চা খেতে চায়। শিশুদের মা চা বানাতে গেলে অভিযুক্ত ছাদে গিয়ে পরপর ২ ভাইয়েরই গলা কেটে দেয়। অল্পের জন‍্য বেঁচে যায়  ছোট ভাই পীযূষ (৬)।


আরও পড়ুন: প্রেমের টানে ইরানের তরুণী ভারতে


খুনের পর অভিযুক্ত  পালানোর চেষ্টা করলে পরিবারের সদস‍্যরা দেখে ফেলেন। চিৎকার চেচাঁমেচিতে স্থানীয়রা জড়ো হন। তারা অভিযুক্তকে আটকে রাখেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত গুলি চালাতে চালাতে পালাতে গেলে পুলিশ পাল্টা গুলি চালায়। এনকাউন্টারে মারা যায় অভিযুক্ত। 


পুলিশ জানিয়েছে, মৃত ২ নাবালকের বাবা বিনোদের থেকে ৫ হাজার টাকা ধার চেয়েছিল সাজিদ। কিন্তু বিনোদ টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত এই কাজ করেছে বলে পুলিশের  অনুমান। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাজিদের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা।


জেবি/এসবি