ঈদে ৬ দিন মহাসড়কের ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪


ঈদে ৬ দিন মহাসড়কের ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইদের আগে-পরে সর্বমোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


বৃহস্পতিবার (২১ মার্চ) বনানী বিআরটিএর সদর কার্যালয়ে  ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: সড়কে ইফতার-সেহরি নিয়ন্ত্রণে আইজিপি পরামর্শ


মন্ত্রী বলেন, “প্রতিবার ঈদকে কেন্দ্র করে যানজটের কারণে যাত্রীদের প্রচুর ভোগান্তি আমরা দেখতে পাই। তাই এবছর ঈদের আগে তিনদিন এবং পরে তিনদিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ রাখতে হবে।”


আরও পড়ুন: গ্রাহকের শত কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রাণনাথ ভারতে গ্রেফতার


তিনি আরও বলেন, ঈদে ট্রাক-ভ্যান বন্ধ থাকলেও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস মালামাল, ওষুধ জাতীয় পণ্য, জ্বালানি, সার জাতীয় পণ্যের গাড়িগুলো এর আওতামুক্ত থাকবে। অর্থাৎ বাকি সব বন্ধ থাকলেও এগুলো শুধু চলবে। 


জেবি/এসবি