নির্বাচনে বিজয়ী পুতিনকে অভিনন্দন শেখ হাসিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৫ম মেয়াদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
দেশটির গণমাধ্যমের অনুযায়ী, সদ্য শেষ হওয়া রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়।
আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে পুতিনের জয়
এদিকে, পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা ৩ দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।
তবে রুশ এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব। এই বিজয়ের মাধ্যমে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো পুতিনের।
আরও পড়ুন: পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
নির্বাচন-পরবর্তী এক প্রেস কনফারেন্সে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।
গত ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাবেক কেজিবি প্রধান পুতিন।
জেবি/এসবি