কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় মা-ছেলে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ মাস ২১ দিন কারাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতের মা কাজলী দাস ও ছেলে প্রাণ কুমার দাস।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রশন চেক পোস্টের শুন্য রেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
জানা যায়, মোবাইল ফোনে বাংলাদেশের চট্টগ্রামের সন্দীপের এক মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগোনা বাসিন্দা প্রাণ কৃষ্ণ দাস। এরপর সেই মেয়েকে বিয়ে করতে সে তার মা কাজলী দাসকে সঙ্গে নিয়ে অবৈধভাবে যশোরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। বিয়ে শেষে ফেরার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বিজিবি সদস্যরা তাদের আটক করে তাদের পুলিশ দেয়। পরদিন পুলিশ তাদের বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আদালতের মাধ্যমে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।
আরও পড়ুন: দর্শনায় ১১ সোনার বারসহ মহিলা চোরাকারবারি আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায় আরো ১দিন সাজা হয় তাদের। এরপর তারা কারাগারে ছিল ৪ মাস ২১ দিন। সাজার মেয়াদ শেষ হলে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের ফেরত পাঠানো হয়।
পতাকা বৈঠকে ভারতীয় ইমিগ্রেশন ইন্সপেক্টর এস কে বোস কাষ্টমস সুপার সুব্রত মন্ডল, কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শামসুর রহমান,কৃষ্ণগঞ্জ থানার ডি আই বি এ এস আই সাধন মন্ডল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দর্শনা থানা প্রতিষ্ঠার ৪ বছরে ৪ ওসি
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি ইনচার্জ সুবেদার মন মোহন, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান, দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই টিপু সুলতান, ডি এস বি এ এস আই মাসুদ রানা, এ এস আই আব্দুল মোমিন। এছাড়া দু’দেশের বিজিবি-বিএসএফ এবং ইমিগ্রশনের আরও কর্মকর্তাগণ উপস্তি ছিলেন।
জেবি/এসবি