Logo

দর্শনায় ১১ সোনার বারসহ মহিলা চোরাকারবারি আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ০৪:১৩
77Shares
দর্শনায় ১১ সোনার বারসহ মহিলা চোরাকারবারি আটক
ছবি: সংগৃহীত

আটককৃত তাছলিমা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১কেজি ৩২০ গ্রাম ওজনের ১১ টি সোনার বারসহ মোছা. তাছলিমা খাতুন (২৫) নামে চোরাকারবারি আটক করা হয়েছে। 

আটককৃত তাছলিমা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

বিজ্ঞাপন

জানা যায়, রবিবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে  চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় দর্শনার ছয়ঘরিয়া গ্রামে। এ সময় ৬ বিজিবির সুলতানপুর ক্যাম্পের বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া পাঁকা রাস্তার উপর মসজিদের সামনে এ্যাম্বুশ করে।

বিজ্ঞাপন

পরে কয়েকজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক সীমান্তের দিকে যাচ্ছিল। তা সন্দেহ হলে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালে একজন মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হয় পরে তাকে আটক করে। পরে তাছলিমার দেহ তল্লাশি করে ১১ টি স্বর্নের বার উদ্ধার  করা হয়। আটককৃত বার গুলির আনুমানিক বাজার মৃল্যে ১কোটি ৩০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 এ ঘটনায় আটককৃত মহিলা চোরাচালাকারী তাছলিমা খাতুনের বিরুদ্ধে নায়েক মো. দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD