Logo

দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে প্রাণ গেল যুবকের

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৪১
113Shares
দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

নিহত ইমরান সদর উপ‌জেলার ছোট শলুয়া গ্রা‌মের আশরাফুজ্জামান ওর‌ফে সানাউল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে তুহিন ইমরান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শ‌নিবার (২৪ ফেব্রুয়ারি)ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।টানা ৯ দিন মৃত্যর সাথে পান্জা লড়ে হেরে গেলেন তুহিন ইমরান।

বিজ্ঞাপন

নিহত ইমরান সদর উপ‌জেলার ছোট শলুয়া গ্রা‌মের আশরাফুজ্জামান ওর‌ফে সানাউল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

দর্শনা থানার ওসি ‌বিপ্লব কুমার সাহা জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দি‌কে তু‌হিন মোটরসাইকেলে করে বেগমপুর গ্রাম থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বেগমপুর কেরুর ফার্মের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তু‌হিন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এ সময় খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি রাখেন।

বিজ্ঞাপন

তু‌হিনের অবস্থার অবনতি হলে ১৬ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তু‌হিন মারা যান।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD