Logo

দর্শনায় প্রিন্সিপালের ভুলে দাখিল পরীক্ষা দিতে পারলো না বাপ্পি!

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৪৫
78Shares
দর্শনায় প্রিন্সিপালের ভুলে দাখিল পরীক্ষা  দিতে পারলো না বাপ্পি!
ছবি: সংগৃহীত

দাখিল পরিক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পি দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। কিন্তু দর্শনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপালের ভুলের কারণে পরীক্ষা দিতে পারেনি দাখিল পরিক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পি। মাদরাসার দাখিল পরীক্ষার যাবতীয় ফি জমা দিলেও মাদরাসা প্রিন্সিপালের ভুলে ফরম ফিলাপ হয়নি ওই ছাত্রের।

দাখিল পরিক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পি  দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, তিন মাস আগে পরিক্ষা ফরম পূরণের জন্য ৩ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র মাদরাসা প্রিন্সিপাল শফিউদ্দীনের কাছে জমা দেয় মাহফুজুর রহমান বাপ্পি নামের ওই ছাত্র। সে হিসাবে বৃহস্পতিবার পরিক্ষার সবপ্রস্ততি নেয়। বুধবার (১৪ ফেব্রয়ারি) মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্ড নিতে গিয়ে জানতে পারে তার ফরম পূরণ হয়নি। 

বিজ্ঞাপন

কান্না জড়িত কণ্ঠে  মাহফুজুর রহমান বাপ্পি বলেন, এখন আমাকে ১ বছর অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল শফিউদ্দিন মুঠোফোনে জানান,পরিক্ষার্থী আরেকজনের মাধ্যেমে টাকা জমা দিয়েছে। সে ছাত্র রশিদ দেখাতে পারিনি। সরকারি সিদ্ধান্ত হয়েছে তিনটায় ফেল করলে পরিক্ষা দেওয়া যাবে না।  ওই পরিক্ষার্থী ৫ টায় ফেল করেছে। কিন্তু দুইজন ফেল করলেও তাদেরকে পরিক্ষায় অংশ নিয়েছে সেজন্য ওকে ফরম ফিলাম করতে বলা হয়েছে। এখন কি কারণে টাকাটা জমা হয়নি বুঝতে পারছিনা। 

এ ঘটনায় মাদরাসা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।এবং মাদরাসার পিন্সিপালের শাস্তির দাবি করেছে অভিভাবক মহল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD