Logo

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:৫২
129Shares
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন

বাবার মরদেহ বাড়িতে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রুবায়েত আলম সৈকত নামে এক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। 

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী রুবায়েত আলম সৈকত। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, “শফিউল আলম গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ জানান, “সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুরর পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা অংশ নিয়েছে।” 

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD