তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪


তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
হাবিবুর রহমান - ছবি: সংগৃহীত

তৃতীয় লিঙ্গের কেউ যদি বাসা-বাড়িতে, সড়কে ও যানবাহনে চাঁদাবাজি করলেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান।


শনিবার (২৩ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: কোন চাপে গরুর মাংসের দাম বাড়ালেন খলিল?


হাবিবুর রহমান বলেন, “সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।”


আরও পড়ুন: ডেমরায় আগুন লাগা ভবন যে কোনো সময় ভেঙে পড়তে পারে

 

তিনি আরও বলেন, “তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সকল অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”


জেবি/এসবি