মুন্সীগঞ্জে বোর্ড ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকায় সুপার বোর্ড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত ঘটে। নদী তীরে তীব্র বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের গাউছিয়া বাজারে আগুনে পুড়লো ২০০ দোকান
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আদমজি ও দাউদকান্দি থেকে আরও চার ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে কারখানাতে আগুন লাগার খবর পেয়েছে তারা। প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এখনও নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: রাজধানীর গুলশানে আগুন
ফ্যাক্টরিটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে।
জেবি/এজে