টেকনাফে অস্ত্র সহ রোহিঙ্গা যুবক আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪
টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংস্থ ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সহ নজির আহমেদ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব ১৫।
বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আরও পড়ুন: টেকনাফে অপহরণ চক্রের মূল হোতাকে খুঁজছে পুলিশ
আটক নজির আহমেদ (২৮) ওই ক্যাম্পের ব্লক সি/১ এর মৃত জাফর আহমেদের ছেলে।
অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি সহ এ যুবককে আটক করে। এব্যাপারে মামলা করে আটককৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এমএল/