বিআরটিসিতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সভা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪


বিআরটিসিতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সভা
ছবি: জনবাণী

বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩১ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো। তাজুল ইসলাম, চেয়ারম্যান, বিআরটিসি। সভায় আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালক বৃন্দসহ আরো অন্যান্য কর্মকর্তাগণ।


আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ এ ঘরমুখো ঈদ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিম্নরূপ:


*বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস উপলক্ষে টিকেট বিক্রি শুরু এবং শেষের তারিখ, অগ্রিম টিকেট বিক্রয়ের স্থান, পরিচালিতব্য রুট, স্ট্যান্ডবাই বাস সংখ্যা ও যোগাযোগ নাম্বারসহ ওয়েবসাইটের ঠিকানা উল্লেখপূর্বক জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের নিমিত্ত তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা বরাবর  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ। 


*ঈদ উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস পরিচালনার লক্ষ্যে কারিগরি টিম গঠন ও ডিউটি চার্ট প্রণয়ন। 


*বাসের কারিগরি ফিটনেস নিশ্চিতকরণের জন্য ডিপো ম্যানেজারদের নির্দেশনা প্রদান। 


আরও পড়ুন: বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু


*ঈদ স্পেশাল সার্ভিসে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য সকল বিভাগীয় পুলিশ কমিশনার/জেলা প্রশাসক/পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ। 


*ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে কোন প্রকার অনিয়ম, টিকিট কালোবাজারী, অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়সহ সার্বিক বিষয় তদারকির জন্য বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন।


*ঈদ উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা (টেলিফোন নম্বর: 0241053042) এবং নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি চার্ট প্রণয়ন।


আরও পড়ুন: বিআরটিসিতে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


*ঈদ উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ’র প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিআরটিসি’র কর্মকর্তাদের তালিকা প্রণয়ন

* ঢাকা শহরে 50টি গাড়ি রেখে বাকী সব গাড়ি ঈদ সার্ভিসের জন্য ব্যবহার।


সভার সভাপতি পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। 


জেবি/এসবি