থামছে না মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা বেড়ে ২৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।
আরও পড়ুন: হতাহতদের হাসপাতালে আনা অনেকে অসুস্থ হয়ে পড়েন ভয়াবহতার চিত্র দেখে
তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন নামে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে মাইলস্টোন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেররীন চৌধুরী মারা যায়।
এর আগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জুনায়েদ হাসান নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্নে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ আপডেটে ২০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। পরবর্তীতে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হতাহতদের হাসপাতালে আনা অনেকে অসুস্থ হয়ে পড়েন ভয়াবহতার চিত্র দেখে

উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু

দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে শিক্ষিকা মাহেরীন

সাত জনের মরদেহ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট: আইএসপিআর
