Logo

যেসব আমল দিয়ে কদরের রাত পালনের পরামর্শ মুশফিকের

profile picture
জনবাণী ডেস্ক
১ এপ্রিল, ২০২৪, ২১:২১
59Shares
যেসব আমল দিয়ে কদরের রাত পালনের পরামর্শ মুশফিকের
ছবি: সংগৃহীত

সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে, তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!

বিজ্ঞাপন

মুসলিম উম্মাহ'র  রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। দেখতে দেখতে চলে গেল গেছে এবারের রমজানের ২০ দিন। তবে রমজানের শেষের যে ১০ দিন থাকে তা বেজোড় রাতের গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ দশকের যেকোনও এক বিজোড় রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। বিভিন্ন হাদিসে এই বিজোড় রাতে শবে কদরের সন্ধানও করতে বলা হয়েছে।

এদিকে শবে কদর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রমজানের শেষ ১০ রাত যেসব আমল দিয়ে সাজাতে হবে, রবিবার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তা জানিয়েছেন মুশফিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কদরের রাত নিয়ে মুশফিকুর রহিমের ভাষ্য, “আসসালামুআলাইকুম, আজ থেকে কদরের রাত শুরু। আগামী দশটি রাত এর যেকোনো একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে, তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!

আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।

বিজ্ঞাপন

১. দান (কমপক্ষে ১ টাকা হলেও)

বিজ্ঞাপন

২. নামাজ (অন্তত দুই রাকাত)

বিজ্ঞাপন

৩. দু’আ (গোটা উম্মাহর জন্য)

বিজ্ঞাপন

৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে)

বিজ্ঞাপন

৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)

বিজ্ঞাপন

৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)

৭. তালিম+দ্বীনের দাওয়াত

বিজ্ঞাপন

৮. যিকির-আজকার

নিজের পোস্টের শেষে তিনি মন্তব্য করেছেন, কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয়, সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই। জাযাকাল্লাহ খায়ার।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD