Logo

প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ০৬:০৭
62Shares
প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি
ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় শুধুমাত্র জ্ঞান

বিজ্ঞাপন

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS) ও কমনওয়েলথ এডুকেশনাল সেন্টার ফর এশিয়া (CEMCA) - এর যৌথ উদ্যোগে আয়োজিত “Perceptions and Innovations in Open and Distance Learning” শীর্ষক।

তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ভারতের উত্তর প্রদেশের নয়ডায় সোমবার (১ এপ্রিল) শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে প্লেনারী বক্ততায় বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন যে, বিশ্বায়নের সুবিধাদির সর্বোচ্চ অর্জনে শিক্ষায় শুধুমাত্র সংস্কার যথেষ্ট নয়, এর আমূল পরিবর্তন জরুরি। 

তিনি আরও বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, এগুলো কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনয়নের সক্ষমতা তৈরি হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সৃষ্টি ও উন্মুক্ত শেয়ারিং-এর উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও স্বশিখন সক্ষমতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সম্মেলনটি বুধবার (৩ এপ্রিল) তারিখ শেষ হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD