প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪


প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি
ছবি: প্রতিনিধি

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS) ও কমনওয়েলথ এডুকেশনাল সেন্টার ফর এশিয়া (CEMCA) - এর যৌথ উদ্যোগে আয়োজিত “Perceptions and Innovations in Open and Distance Learning” শীর্ষক।


তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ভারতের উত্তর প্রদেশের নয়ডায় সোমবার (১ এপ্রিল) শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে প্লেনারী বক্ততায় বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি। 


আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ


তিনি উল্লেখ করেন যে, বিশ্বায়নের সুবিধাদির সর্বোচ্চ অর্জনে শিক্ষায় শুধুমাত্র সংস্কার যথেষ্ট নয়, এর আমূল পরিবর্তন জরুরি। 


তিনি আরও বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, এগুলো কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনয়নের সক্ষমতা তৈরি হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সৃষ্টি ও উন্মুক্ত শেয়ারিং-এর উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও স্বশিখন সক্ষমতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সম্মেলনটি বুধবার (৩ এপ্রিল) তারিখ শেষ হবে।


এমএল/