৫১১ জনকে চাকরি দিবে সমবায় অধিদপ্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৫১১ জনকে চাকরি দিবে সমবায় অধিদপ্তর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন ( রাজস্ব) বাজেটভুক্ত শূণ্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৭টি ভিন্ন পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: পরিদর্শক, মহিলা পরিদর্শক, প্রশিক্ষক, ফিল্ড ইনভেস্টিগেটর, কম্পিউটর, সহকারী পরিদর্শক, মহিলা সহকারী পরিদর্শক, সহকারী প্রশিক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার, তাঁত সুপারভাইজার, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, সহকারী ফিল্ম অপারেটর, নৈশপ্রহরী, অফিস সহায়ক।

পদসংখ্যা: মোট ৫১১ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ মার্চ ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

বেতন: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://coop.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল, ২০২২।







এসএ/