সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৯ পিএম, ১লা আগস্ট ২০২৫


সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি
ফাইল ছবি।

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং তদন্ত শুরু করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে।


অভিযুক্ত সেনা কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। উভয় তদন্ত শেষ হলে আদালতের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ প্রায় ৩০০-৪০০ জন অংশ নেন।


মামলায় আরও বলা হয়, বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশ’ পেলে সারা দেশের মানুষ ঢাকায় এসে শাহবাগ মোড় দখল করবে এবং দেশে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করবে।


আইএসপিআর জানিয়েছে, পুরো বিষয়টি সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরএক্স/