শাহবাগে ‘জুলাই সনদ’ দাবিতে অবরোধ, তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩ পিএম, ৩১শে জুলাই ২০২৫


শাহবাগে ‘জুলাই সনদ’ দাবিতে অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

‘অন্তর্বর্তী সরকার চাই, জুলাই সনদ চাই’—এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।


বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে ‘জুলাইযোদ্ধারা’ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।


বিক্ষোভকারীরা রাজপথে বসে পড়েন এবং একের পর এক স্লোগান দিতে থাকেন—

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’,

‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,

‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’,

‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’,

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।


আন্দোলনকারীদের দাবি, সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং সেটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। তারা বলেন, “আমরা শুধু আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত। এবার ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই। পেছনে ফেরার আর কোনো পথ নেই।”


একজন বিক্ষোভকারী বলেন, “এটা শুধু আন্দোলন না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। সরকার যদি এখনো জনগণের কণ্ঠস্বর না শোনে, তাহলে আরও কঠোর কর্মসূচি আসবে।”


অবরোধের কারণে শাহবাগ, পলাশী, কাঁটাবন, বাংলামোটরসহ আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। সাধারণ যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।


পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা কড়া পদক্ষেপের খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে।